কেশবপুরে বাংলাদেশ ব্যাংক-ভাব শিক্ষামেলা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে ভাব বাংলাদেশের আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক দূর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে এস এস জি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষামেলা-২০১৯ উপলক্ষে অভিভাবক সমাবেশ, স্পোলিং বি গ্রান্ড ফাইনাল ফুটবল ও বিতর্ক প্রতিযোগিতা ইংলিশ কনভারসেশন, পোষাক তৈরী ও কম্পিউটার টেস্ত রবিবার দিন ব্যাপি এস এস জি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান শিক্ষক দিপঙ্কার দাসের সভাপতিত্বে ও ভাব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আরিফুর রহমানের পরিচালনায় বাংলাদেশের গ্রামাঞ্চলের মাধ্যমিক বিদ্যালয়ে স্থায়িত্বশীল মানসম্মত শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক রাবেয়া খন্দকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. জসিম উজ জামান বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মোঃ জাকারিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

শিক্ষামেলা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *