দক্ষিণ সুনামগঞ্জে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রয় শুরু

জাতীয় লীড

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ (দক্ষিন সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় টিসিবির মাধ্যমে সরকারি পেঁয়াজ ৪৫ টাকা ধরে বিক্রয় শুরু হয়েছে। উপজেলা বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের মাঝে এক কেজি করে পেঁয়াজ একহাজার লোক দের দেওয়া হচ্ছে।

রবিবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে পেঁয়াজ বিক্রয়ের উদ্বোধন করা হয়। সারা দিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এলাকার মহিলা ও পুরুষেরা পেঁয়াজ ক্রয় করতে দেখা যায়।

পেঁয়াজ ক্রয় করতে আসা মোশাহিদ আলী ও মাওলানা এনামুল হক এ প্রতিবেদককে বলেন বর্তমান সরকারের সফলতায় ৪৫ টাকা ধরে পেঁয়াজ কিনতে পেরে শান্তি পাচ্ছি।

পেয়াজ বিতরণকালে দঃ সুনামগঞ্জ থানার দায়িত্বরত এস আই জহিরুল ইসলাম তালুকদার এ প্রতিবেদককে বলেন সারা দিন যাবত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি শৃংখলা ভাবে উপজেলার লোকজন লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ ক্রয় করছেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *