রাজশাহীতে করোনা আক্রান্ত রোগীদের শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহৃত ভেন্টিলেটর তৈরীর গবেষণা

রাজশাহী

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে স্বল্প খরচে করোনা বা কভিড ১৯ আক্রান্ত রোগীদের শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহৃত ভেন্টিলেটর তৈরীর গবেষণা চালাচ্ছেন তরুণ উদ্ভাবক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এ্যানেসথলজিস্ট ডা:মোহাম্মদ আলী চৌধুরী । তার উদ্ভাবিত ভেন্টিলেটর পরীক্ষামূলকভাবে কয়েকজন সাধারণ মুমূর্ষু রোগীর শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজে ব্যবহার করে প্রাথমিক সফলতা পাওয়া গেছে ।

স্বল্প মূল্যের এই ভেন্টিলেটরের গবেষণাকাজের তত্ত¡াবধানে রয়েছেন নওগাঁ সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট অ্যানেসথেসিয়া ডা:মো : আবুল এহসান এবং কারিগরী সহযোগিতায় রয়েছেন রাকিবুল হাসান তুহিন ও ফাহিম ডা: এহসান । তাবা জানান, সাধারণ ভাবে একটি ভেন্টিলেটর কিনতে কমপক্ষে ৫০ হাজার টাকা লাগে যা সাধারণ মানুষের নাগালের বাইরে কিন্তু আমাদের উদ্ভাবিত ভেন্টিলেটরের খরচ হবে ১৬ থেকে ১৮ হাজারের মধ্যে যা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি ক্লিনিকগুলোও এ সেবা অতি সহজে প্রদান করতে পারবে । উদ্ভাবিত এই ভেন্টিলেটরের পরিপূর্ণ সেবা পেতে অবশ্যই আমাদের সরকারি সহযোগিতা প্রয়োজন ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *