বাউয়েট ক্যাম্পাসে এডভোকেসী ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠান

লীড শিক্ষা

প্রেস বিজ্ঞপ্তি: গত ১৭ এপ্রিল ২০১৯ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর আইন ও বিচার বিভাগের আয়োজনে দুইদিন ব্যাপী এডভোকেসী ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবর্নিমিত মুট কোর্টে প্রশিক্ষণার্থীদের ‘মক ট্রায়াল’ উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।

প্রধান অতিথি বলেন, ‘এই ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের আইন ও বিচার ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন কলা কৌশল হাতে কলমে শেখানো হয়েছে। ভবিষ্যতে বাস্তব জ্ঞানার্জনের জন্য শিক্ষাসফর হিসেবে জজ কোর্ট বা হাই কোর্ট পরিদর্শনের ব্যবস্থা করা হবে।’

রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. আ.ফ.ম মহসিন রির্সোস পারর্সন হিসেবে এ কর্মশালা পরিচালনা করেন। এই কর্মশালায় আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *