কর্ণফুলীতে পাথরের বাঁধে ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১

সারাদেশ

স্বদেশবাণী ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীতে পাথরের বাঁধে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্যদের উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন এক যাত্রী।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাট ওয়াটার বাস টার্মিনাল এলাকায় এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম ফাহিম আল ফারুক। তিনি গার্মেন্টস কারখানার কর্মকর্তা। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের তিন ডুবুরি তল্লাশি চালাচ্ছেন। কোস্টগার্ডের টিমও ঘটনাস্থলে রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সোমেন বড়ুয়া জানান, ১২ নম্বর ঘাটের কাছেই পাড়ের ভাঙন রোধে দেওয়া পাথরের বাঁধে ধাক্কা লেগে নৌকাটি উল্টে গেছে। এ সময় ১০-১২ যাত্রী ছিল ওই নৌকায়। ডুবে যাওয়ার পর অসুস্থ তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় অন্যরা সুস্থ আছেন।

এ ঘটনায় ফাহিম আল ফারুক নামে এক যুবক নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয়রা। তবে ঘটনার পর ডুবে যাওয়া নৌকাটি ভেসে উঠেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *