পরীক্ষার্থীরা কেন্দ্রে, বাইরে গল্প-আড্ডায় মেতেছেন অভিভাবকরা

জাতীয় শিক্ষা

স্বদেশ বাণী ডেস্ক:করোনা ও বন্যা পরিস্থিতির কারণে পেছানো এসএসসি ও সমমান পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এদিন সরেজমিনে সকালে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছে। কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা। প্রায় সব পরীক্ষার্থীর সঙ্গেই অভিভাবক এসেছেন। পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকে যাওয়ার পরই বাইরে একে অন্যের সঙ্গে খোশগল্পে মেতেছেন অভিভাবকরা।

মেয়েকে নিয়ে রাজধানীর কাঁটাবন এলাকা থেকে পরীক্ষাকেন্দ্রে এসেছেন লাভলী আক্তার। তিনি  বলেন, মেয়েকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে এসেছি। দুই ঘণ্টার পরীক্ষা। এ সময়টুকু কেন্দ্রের বাইরেই কাটাতে হবে। তাই গল্পগুজব করে অলস সময় পার করছি।

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রের অবস্থান ঢাকা কলেজের পাশেই। তাই অনেক অভিভাবককে ঢাকা কলেজ ক্যাম্পাসে আড্ডা জমাতে দেখা গেছে। কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে গোলাকার হয়ে বসেছেন কিছু অভিভাবক।

তাদেরই একজন রোকসানা পারভীন। কথা হলে তিনি  বলেন, আমার ছেলে পরীক্ষা দিতে এসেছে। আমরা এখানে যারা আছি একে অন্যকে চিনি না। আজই পরিচয়। সবাই সন্তানদের ভবিষ্যৎ ও পারিবারিক নানা বিষয়ে গল্প করে সময় কাটাচ্ছি।

সেখানেই আড্ডায় যুক্ত হন আহমদ কায়েস নামের এক অভিভাবক। পাশের একজনকে দেখিয়ে তিনি বলেন, উনি আমার পরিচিত। ফোন করায় চলে এলাম। আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। এখন তো আর কোনো কাজ নেই, তাই গল্প করে সময় কাটানো হচ্ছে।

অভিভাবকদের এই আড্ডা-গল্পের ভিড়ে অনেককেই আবার একা ঘুরতে দেখা গেছে। এমনই এক যুগল নাজমা-শরীফ দম্পতি। তারা জানান, তাদের ছেলে পরীক্ষা দিতে এসেছে। আজ প্রথম পরীক্ষা, তাই স্বামী-স্ত্রী দুজনই সন্তানের সঙ্গে এসেছেন। ঢাকা কলেজে আগে কখনো আসেননি। তাই এই ফাঁকে ক্যাম্পাসটাও ঘুরে দেখছেন।

ক্যাম্পাসের পাশে নায়েমের গলিতে ফুটপাতে অনেক অভিভাবক বসে সময় কাটাচ্ছেন। তাদের কেউ পত্রিকা পড়ে, কেউ চা পান করে, কেউবা তুমুল গল্পে মজেছেন।

কেন্দ্র সূত্রে জানা গেছে, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, কাকলি হাই স্কুল, বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, কুইন’স কলেজ, স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ, উইনসাম স্কুল অ্যান্ড কলেজ, স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা প্রেসিডেন্সি স্কুল, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজের মোট এক হাজার ৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণের কথা রয়েছে। সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে।

এবার সংশোধিত ও পুনর্বিন্যাসিত সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা হবে। ১ অক্টোবর পর্যন্ত চলবে তত্তায় পরীক্ষা। এরপর ১০-১৫ অক্টোবর পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা।

প্রতি বছর সাধারণত ফেব্রুুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। কিন্তু প্রথমে করোনার কারণে পেছানো হয় পরীক্ষা। এরপর ১৯ জুন পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও পরীক্ষা পিছিয়ে যায়।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *