আসন্ন ষষ্ঠ বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে দল না পাওয়া ক্রিকেটার শাহরিয়ার নাফীসকে দলে নিয়েছে আসরের অন্যতম জনপ্রিয় দল রাজশাহী কিংস। বিপিএলের গত পাঁচটি আসর দারুণভাবে মাতালেও এবার প্লেয়ার্স ড্রাফট থেকে কোনো দলই বাংলাদেশের প্রথম টি-২০ অধিনায়ককে কিনতে আগ্রহ দেখায়নি। অথচ প্লেয়ার্স ড্রাফটে দেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম এক আলোচিত ক্রিকেটার ছিলেন তিনি। দল না পেয়ে সংবাদমাধ্যমের কাছে হতাশা ও বিস্ময়ও প্রকাশ করেছিলেন নাফীস। তবে অবশেষে দল পেলেন তিনি, বিপিএল কাটাতে হচ্ছে না ‘দর্শক’ হিসেবে।
গতকাল বিকালে শাহরিয়ার নাফীসকে দলে অন্তর্ভুক্তির কথা জানায় রাজশাহী কিংস কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে নাফীসকে দলে রাখার খবর জানিয়ে বলা হয়, টাইগারদের প্রথম টি-২০ ম্যাচে তিনি ছিলেন অধিনায়ক।