দেউলিয়া হতে পারে উন্নয়নশীল ৫৪ দেশ

আন্তর্জাতিক লীড

স্বদেশ বাণী ডেস্ক: বিশ্বের ধনী দেশগুলো জরুরিভিত্তিতে সহায়তা না করলে ৫০ টির বেশি উন্নয়নশীল দরিদ্র দেশ ঋণ খেলাপি এবং কার্যত দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক প্রধান আচিম স্টেইনার।

গতকাল বৃহস্পতিবার মিসরে কপ-২৭ জলবায়ু সম্মেলনে এ তথ্য জানান আচিম স্টেইনার।

তিনি আরো বলেছেন, মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান সুদের হারের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। দেউলিয়া হওয়ার শঙ্কায় থাকা দেশের সংখ্যা দিন দিন বাড়ছে।

আচিম বলেছেন, বর্তমানে আমাদের তালিকায় ৫৪টি দেশ রয়েছে (যাদের দেউলিয়া হওয়ার ঝুঁকি রয়েছে)। যদি আমরা আরো ধাক্কা খাই, সুদের হার বেড়ে যায়, ঋণ গ্রহণ আরো ব্যয়বহুল হয়ে যায়, জ্বালানির মূল্য, খাদ্যের দাম বাড়ে- তাহলে আমরা দেখব যে, বিশাল সংখ্যক দেশ ঋণ পরিশোধ করতে পারছে না।

এটা বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করে। শ্রীলঙ্কার দিকে তাকান। সেখানে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা বিরাজ করছে বলে সতর্ক করেন আচিম।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *