করোনায় আক্রান্ত উইম্বলডন জয়ী তারকা

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। তার আগেই স্কটল্যান্ডের টেনিসে এলো এক খারাপ খবর।

মেলবোর্ন পার্কে নামার আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উইম্বলডন জয়ী অ্যান্ডি মারে।

ফলে অস্ট্রেলিয়ান ওপেনে সাবেক এ নাম্বার ওয়ানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

অস্ট্রেলিয়া ওপেনের টুইটার পেজে জানানো হয়েছে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে যাওয়ার আগে মারের করোনা টেস্ট করা হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে চার্টার্ড ফ্লাইটে করে মেলবোর্নে উড়ে যাওয়ার পরিকল্পনা বাতিল করে নিজের ঘরেই বন্দি জীবন কাটাতে শুরু করেছেন এ স্কটিশ সুপারস্টার।

লন্ডনে নিজের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন মারে।

তবে অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে এখনই তেমন দুশ্চিন্তা করছেন না মারে।  তার অবস্থা স্থিতিশীল রয়েছে।  ফেব্রুয়ারির আগেই করোনামুক্তি ঘটবে বলে মনে করছেন ৩৩ বছর বয়সী এই টেনিস তারকা।  তাই টুর্নামেন্টে অংশ নেয়ার আশা এখনই ছাড়ছেন না তিনি।

প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছিলেন অ্যান্ডি।

তথ্যসূত্র: টুইটার, সমারসেটলাইভ ইউকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *