মুশফিককে কিপিংয়ে না রাখার ব্যাখ্যা দিলেন পাপন

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক: মুশফিকুর রহিম টি-টোয়েন্টি ফরম্যাটে উইকেটরক্ষকের দায়িত্ব ছেড়েছেন এ খবর পুরনো। তার পরিবর্তে উইকেটের পেছনে দেখা যাচ্ছে নুরুল হাসান সোহানকে। সবশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে কিপিংয়ে লিটন দাসকেও দেখা গেছে।

মুশফিকের কিপিং ছাড়ার বিষয়টি এখনো বিতর্কের বেড়াজালে আবর্তিত।এর কারণ মুশফিক নিজেই। তার দাবি তিনি স্বেচ্ছায় গ্লাভস হাতছাড়া করেননি, রীতিমতো বাধ্য হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে পেয়ে শনিবার প্রসঙ্গটি ফের নতুন করে তোলেন সাংবাদিকরা।

বিকেএসপিতে এক অনুষ্ঠানে সাংবাদিকরা পাপনকে জিজ্ঞেস করেন, মুশফিকের কিপিং গ্লাভস কেড়ে নেওয়া কারণ কী?

জবাবে পাপন ব্যাখ্যা দিলেন মুশফিকের বদলে উইকেটকিপিংয়ে বাংলাদেশ দলে কেন সোহান, লিটনদের দেখা যাচ্ছে।

অন্য কোনো খেলোয়াড় কেমন কিপিং করে তা যাচাই-বাছাইয়ের উদ্দেশেই মুশফিককে কিপিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন পাপন।

আমরা কি দেখতে পারবো না?

সাংবাদিকদের উদ্দেশে পাল্টা প্রশ্ন রেখে বিসিবি সভাপতি বলেন, ‘অন্য কোনো খেলোয়াড় কেমন কিপিং করে আমরা কি দেখতে পারবো না? যেই করুক, কোচও যদি করে, ও কি এটা যাচাই করতে পারে না যে আমার আর কি অপশন আছে? একটা দুইটা ম্যাচ করলে অসুবিধাটা কী? আমি যদি একজনের জায়গায় আরেকজনকে দেখতে চাই তাতে অসুবিধা কী? এখানে মুশফিকের পজিশন তো নষ্ট হচ্ছে না। টিম ম্যানেজমেন্ট সোহানকে নিয়ে কিপিংয়ে যাচাই-বাছাই করায় কোনো ক্ষতি হয়নি, বরং লাভই হয়েছে।  সোহান যে কিপিং করল, ও কি খারাপ করছে? অবশ্যই সে সেরা। এ বিষয়ে সবাই সহমত যে, আমাদের সেরা কিপার এখন সোহান। ও যদি না করত এটা কীভাবে দেখতাম? আপনারা যদি কাউকে সুযোগই না দেন বা সুযোগ দিলে মাইন্ড করেন তাহলে তো মহাবিপদ। তাহলে তো নতুন কোনো খেলোয়াড়ই আসবে না। এটাতে আমি একমত না।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *