জ্বালানি তেলের দাম কমালেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

অর্থনীতি

স্বদেশ বাণী ডেস্ক : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, দেশটিতে পেট্রলের দাম লিটারে সাড়ে ১৮ রুপি কমানো হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম লিটারপ্রতি কমানো হয়েছে ৪০ দশমিক ৫৪ রুপি।

বৃহস্পতিবার (১৫ জুলাই) জাতির উদ্দেশে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেঁধে দেয়া শর্তের কারণে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। ওই শর্ত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন বিগত সরকার মেনে নিয়েছিল, তবে আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে বর্তমান সরকার জনগণকে স্বস্তি দিতে গুরুত্বপূর্ণ পণ্যটির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর ডন।

তিনি বলেন, পাকিস্তানে পেট্রলের দাম লিটারে সাড়ে ১৮ রুপি কমানো হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম লিটারপ্রতি কমানো হয়েছে ৪০ দশমিক ৫৪ রুপি।

এতে করে নতুন তালিকা অনুযায়ী, প্রতি লিটার পেট্রল মিলবে ২৩০ দশমিক ২৪ রুপিতে। অন্যদিকে এক লিটার ডিজেলের দাম পড়বে ২৩৬ রুপি। তবে সব ধরনের তরল জ্বালানির ওপর শুল্কহার অপরিবর্তিত রেখেছে পাকিস্তান।

শাহবাজ বলেন, বর্তমান জোট সরকার উত্তরাধিকার সূত্রে ঝামেলাপূর্ণ অর্থনীতির বোঝা বইছে।  আইএমএফের সঙ্গে করা চু্ক্তিতে পদদলিত হয়েছে আগের সরকার। তারা বর্তমান সরকারের জন্য ল্যান্ডমাইন পুঁতে রেখে গেছে। কোষাগার ফাঁকা হওয়ার পরও আগের সরকার তাদের বিদায়বেলায় জ্বালানির দাম কমিয়েছে। উত্তরসূরিদের বিপদে ফেলতেই এমনটা করা হয়েছে।

তিনি আরও বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধিতে সমাজের সুবিধাবঞ্চিত অংশ চাপের মুখে পড়েছিল। আমাদের সামনে অন্য কোনো পথ খোলা ছিল না। আমাদের কঠোর ব্যবস্থা নিতে হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। এতে করে আমরাও দাম কমানোর সুযোগ পেলাম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *