কয়রার ট্রিপল মার্ডার মামলায় নির্দোষীদের মুক্তির দাবি মানববন্ধন

অন্যান্য

খুলনা সংবাদদাতা : খুলনা জেলার কয়রা উপজেলার ট্রিপল মার্ডারের বাদীর সংবাদ সম্মেলনকে সমর্থন জানিয়ে ও তদন্ত হস্তান্তর ও সুষ্ঠু নিরপেক্ষ তদন্তসহ নিরীহ মানুষের মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার(২৬ আগস্ট) দুপুর ২ টায় স্থানীয় বাগালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তি সহ সর্বস্তরের ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে এলাকার সাধারণ নিরীহ মানুষকে ফাঁসিয়ে সত্য ঘটনা মুল আসামিদের আড়াল করা হচ্ছে। এসময় বক্তারা অনতিবিলম্বে সাধারণ মানুষের মুক্তিসহ মামলা থেকে অব্যহতি ও সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, ২০২১ সালের ২৫ অক্টোবর রাত ৯টা থেকে পরের দিন সকাল সাড়ে ৮টার মধ্যে তাদের হত্যা করা হয়। ২৬ অক্টোবর স্থানীয় আব্দুল মাজেদের বাড়ির পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় হাবিবুর রহমান, তার স্ত্রী বিউটি ও কন্যা হাবিবা সুলতান টুনির মরদেহ উদ্ধার করে কয়রা থানা পুলিশ।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *