থাইল্যান্ডের চমক থামিয়ে ফাইনালে ভারত

খেলাধুলা

স্বদেশ বাণী ডেস্ক: নারী এশিয়া কাপের গ্রুপ পর্বটা ছিল যেন থাইল্যান্ড মেয়েদের জন্য স্বপ্নের মত। পাকিস্তানের মত দলকে হারিয়ে চমক দেখিয়েছিলো তারা। আরব আমিরাত এবং মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। বৃষ্টির বাগড়ায় পড়ে বিদায় নিতে হয় বাংলাদেশকে।

সেই থাইল্যান্ড সেমিফাইনালে মুখোমুখি হলো ভারতের মত শক্তিশালী দলের। কিন্তু এখানে এসে আর নিজেদের চমক অব্যাহত রাখতে পারেনি থাই মেয়েরা। ৭৪ রানের বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হলো তাদেরকে। ফাইনালে উঠে গেলো শক্তিশালী ভারত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় থাইল্যান্ড। ব্যাট করতেনেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪৮ রান সংগ্রক করে হারমানপ্রিত কৌররা।

ওপেনার শেফালি ভার্মা ২৮ বল খেলে সংগ্রহ করেন ৪২ রান। অধিনায়ক হারমানপ্রিত কৌর ৩০ বলে করেন ৩৬ রান। জেমিমাহ রদ্রিগেজ করেন ২৭ রান। ১৩ রান করেন স্মৃতি মন্দানা। পুজা ভাস্ত্রকার ১৭ রানে অপরাজিত থাকেন।

জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ৭৪ রান তুলতে সক্ষম হয় থাইল্যান্ড। সর্বোচ্চ ২১ রান করেন অধিনায়ক নারুয়েমল চাওয়াই। নাতায়া বুচাথাম ২৯ বলে করেন ২১ রান। বাকি ব্যাটারদের আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেননি। ভারতের হয়ে দিপ্তি শর্মা নেন ৩ উইকেট। ২ উইকেট নেন রাজেশ্বরি গায়কোয়াড়। ১টি করে উইকেট নেন রেনুকা সিং, স্নেহ রানা এবং শেফালি ভার্মা।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *