শুক্রবার শুরু হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা

শিক্ষা

স্বদেশ বাণী ডেস্ক: শুক্রবার (১৯ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা। সারা দেশে ২৭৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন মোট ৫১ হাজার ২২৮ জন শিক্ষার্থী। বুধবার (১৭ আগস্ট) বাউবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ আগস্ট থেকে বাউবির অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) শুরু হতে যাচ্ছে। এতে সারা দেশে ৩২ হাজার ৮৬০ জন পুরুষ এবং ১৮ হাজার ৩৬৮ জন নারী পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ সেপ্টেম্বর এই পরীক্ষা শেষ হবে বলে বাউবি থেকে জানানো হয়েছে।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *