পেসার আল আমিনকে খুঁজছে পুলিশ !

খেলাধুলা

স্বদেশ বাণী ডেস্ক : যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলার আসামী ক্রিকেটার আল আমিন হোসেন। মামলার পর তাকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তবে এখনো এ পেসারকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।

গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্ত্রী ইসরাত জাহান। এই মামলায় বেশ বাজেভাবেই ফেঁসে যাচ্ছেন ক্রিকেটার আল আমিন হোসেন।

ভুক্তভোগী ইসরাত জাহান এ ক্রিকেটারের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে ভিন্ন দুটি ধারায় মামলা দায়ের করেন।

মিরপুর মডেল থানায় দায়ের করা এ মামলার তদন্তভার দেয়া হয়েছে উপপরিদর্শক সোহেল রানাকে। যিনি এরইমধ্যে অভিযুক্তকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।

সোহেল রানা বলেন, ‘মামলা হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যারেস্ট করার জন্য সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা তাকে (আল আমিন) ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসামি যেই হোক না কেন তাকে আমরা ধরব। আইন সবার জন্য সমান।’

শারীরিক নির্যাতনের পাশাপাশি আল আমিনের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ রয়েছে। স্ত্রী ইসরাত জাহানের দাবি- তার কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করেছেন এ ক্রিকেটার। সেই টাকা দিতে রাজি না হওয়ায় দীর্ঘ সময় ধরেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।

মামলা দায়েরের খবর পেয়ে আত্মগোপনে আছেন আল আমিন হোসেন। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, দ্বিতীয় স্ত্রীর বাড়ি কুমিল্লাতেই গা ঢাকা দিয়েছেন তিনি।

ভুক্তভোগীর মামা বলেন, এর মধ্যে একবার বাসায় এসে উচ্চবাচ্চ করেছেন তিনি (আল আমিন)। বলেছেন, এখানে থাকা নিরাপদ না। যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারেন। এই কথা বলে চলে গেছেন। তারপর আর যোগাযোগ নেই।

আল আমিন হোসেনকে বিচারের আওতায় আনতে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুরে মানববন্ধন করার কথা ভুক্তভোগী ও তার পরিবারের।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *